শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ সহোদর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টম্বর) ভোরে উপজেলার বাবেলাকোনা কুমারগাতি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের বাবেলাকোনা কুমারগাতি গ্রামের আবুল কালামের দুই ছেলে মো. আলেক (৩৫) ও আল আমিন (২৪)। এ সময় পুলিশ তাদের নিকট থেকে ১ হাজার ৪০৫টি ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, ভোরে বাবেলাকোনা কুমারগাতি গ্রামের আলেক ও আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আল আমিনের হেফাজতে থাকা ১ হাজার ৪০৫টি ইয়াবা ও আলেকের হেফাজত থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় থানার এসআই আজিজুল হাসান বাদী হয়ে আটক দুই সহোদরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছেন।