নালিতাবাড়ী (শেরপুর) : নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্যালুচালিত দুই ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার কালাকুমা এলাকায় ভোগাই ব্রিজের কাছ থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষটি জানতে পেরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ সীমানায় থাকা দুইটি স্যালুচালিত ড্রেজার ধ্বংস করা হয়। অভিযানকালে বিজিবি ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।