নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী খ্রীস্টিয়ান মিশন এলাকায় বটতলা বাজারে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শেখ জামাল স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক হিসেবে ফিতা কেটে শেখ জামাল স্মৃতি সংসদের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
শেখ জামাল স্মৃতি সংসদের সভাপতি মুকুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনোয়ারুল হক, নন্নী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খোকন, নয়াবিল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুরুল হক,,পোড়াগাঁও ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু প্রমুখ।
শেখ জামাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, পোড়াগাঁও কৃষক লীগের সভাপতি আবু সাইদ, রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও শেখ জামাল স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।