যশোর : যশোরের ঝিকরগাছা নায়ড়া বাজারে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা এসময় প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ঝিকরগাছা নায়ড়া বাজারের মোহাম্মাদ আলী স্টোরের দোকানের তালা কেটে ভিতরে ঢুকে নগত টাকা ও মূল্যবান পন্যদ্রুব্য চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক মোহাম্মদ আলী জানান, রবিবার রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। সোমবার সকালে তার দোকানে এসে দেখা যায় দোকানের তালা কাটা ও মালামাল গায়েব।
তিনি আরো জানান, চোরেরা দোকানে ক্যাশে রাখা নগদ ১ লক্ষ ১৭ হাজার ৫ শ টাকা, ৫টি মোবাইল ফোন, গ্রামীণফোনের রিজার্জ কার্ড, বিভিন্ন ব্রান্ডের ৫০ কাটুন সিগারেট সহ দোকানের অনেক মাল নিয়ে যায়।
এদিকে দীর্ঘদিন পর আবারও বাজারে চুরি শুরু হওয়ায় আতংক বিরাজ করছে বাজার ব্যবসায়ীদের মধ্যে।
এ ব্যাপারে বাঁকড়া পুলিশের ওসি (তদন্ত) রিপন বালা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
– রফিকুল ইসলাম