নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাতৃত্বকালীণ ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৮৬ জন মায়ের মাঝে ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিজন মায়ের মাঝে মোট ৯ হাজার ৭শ টাকা করে বিতরণ করা হয়। রাজনগর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল এসব ভাতা বিতরণ করেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ভাতা বিতরণকালে প্রতিজন মায়ের হাতে একটি করে গোলাপ ও রজনিগন্ধা প্রদান করা হয়।
স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, প্রতিটি শিশু যেন বড় হয়ে ফুলের মতো সুভাস ছড়ায় এবং ফুলের মতো করেই বেড়ে উঠে মূলত এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পরিষদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে।