1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

নকলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন সুবিধাভোগী প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থপালের সঞ্চালনায় এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিতে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভূত শিক্ষা প্রকল্পের আওতায় নকলা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী ১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৫টি হুইল চেয়ার, ৪টি শ্রবনযন্ত্র ও ডাক্তারের পরামর্শক্রমে চশমা গ্রহণের জন্য ৫ জনকে মাথাপিছু নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাবিনা শারমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকসহ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!