শেরপুর : শেরপুর সদর উপজেলার হওড়াগড় এলাকায় ভাগ্নের লাঠির আঘাতে মারা গেছেন রোজিনা বেগম নামে এক মামী। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে আঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সাজনা গাছ লাগানোকে কেন্দ্র করে সদর উপজেলার হাওড়াগড় গ্রামের হাতেম আলীর ছেলে মজুন মিয়ার সাথে তারই ফুফু কাজলি বেগমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কাজলি বেগমের ছেলে কাদের মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে গাছের ডাল দিয়ে মজনুকে আঘাত করে। এসময় মজনু সড়ে দাড়ালে ওই আঘাত মজনুর মা রোজিনা বেগমের মাথায় লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর পরে ময়মনসিংহ এবং একপর্যায়ে রাজধানীর উত্তরার আরএমসি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মধ্যরাত সাড়ে বারোটার দিকে রোজিনা বেগম মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।