1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

শান্তি আলোচনার মধ্যেই ২৮ পুলিশ সদস্যকে হত্যা করলো তালেবানরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দোহায় তালেবান ও আফগানিস্তান সরকারের মধ্যে চলছে শান্তি আলোচনা। আর এর মধ্যেই বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তালেবানরা আফগানিস্তানের উরুজগানে একটি চেক পোস্টে হামলা চালিয়ে ২৮ পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। খবর আল জাজিরার।

হত্যার বিষয়টি স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ আহমাদি। অবশ্য মোট ৩১ জন পুলিশ ছিল। তাদের মধ্য থেকে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে উরুজগানের গভর্নর জেলজাই ইবাদি বলেছেন, তালেবান যোদ্ধারা দক্ষিণ আফগানিস্তানে ২৮ পুলিশ সদস্যকে আটক করে তাদের আত্মসমর্পন করতে বলে এবং আত্মসমর্পণ করলে তাদের নিরাপদে বাড়ি যেতে দিবে বলেও প্রতিশ্রুতি দেয়। তারা যখন অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে তখন তাদের সবাইকে হত্যা করে তালেবানরা।

অবশ্য ইউসুফ আহমাদি ভিন্ন কথা বলছেন। তিনি জানিয়েছেন পুলিশ বাধ্য করেছে তালেবান যোদ্ধাদের অস্ত্র চালাতে। কারণ, তারা আত্মসমর্পন করতে চায়নি।

এর আগে গেল রোববার ১৪ জন আফগান পুলিশ ও সৈন্যকে হত্যা করেছিল তালেবানরা। এবার ২৮ জনকে হত্যা করলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com