1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

নালিতাবাড়ীর টগবগে তরুণ অনিক সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের বাসিন্দা হাজী মজনু মিয়ার ছেলে টগবগে তরুণ আরিফুর রহমান অনিক (৩০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজি চালকসহ সঙ্গে থাকা আরও দুইজন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শেরপুরের নকলা-নালিতাবাড়ী মহাসড়কের ছত্রকোণা এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে অনিক তার দুই বন্ধু টিঙ্কু ও রাসেলসহ ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে নকলার ছত্রকোণা এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী বালু বোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অনিক। আহত হয় সিএনজি চালকসহ সঙ্গে থাকা অপর দুই বন্ধু। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘাটক ট্রাকটিকে আটক করেছে নকলা থানা পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।
নিহত অনিকের একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে নালিতাবাড়ীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com