স্টাফ রিপোর্টার: শেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুঁথি কাব্য ডাইনি মা এবং যৌথ কাব্য গ্রন্থ অগ্নিশিখা এর শুভ প্রকাশ ও পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শহরের খরমপুরস্থ গাঙচিল কার্যালয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ পুঁথি কাব্য ও যৌখ কাব্য গ্রন্থের শুভ প্রকাশ অনুষ্ঠিত হয়।
গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই প্রকাশ ও পুঁথি পাঠ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কবি-সাহিত্যিক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ডাইনি মা এর লেখক এমএইচ মুকুল এবং কবি রাবিউল ইসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহি পুঁথি পাঠ করেন।