নালিতাবাড়ী (শেরপুর) : হারিয়ে যাওয়া বটতলার ঐতিহ্য ফিরিয়ে আনতে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা চৌরাস্তা মোড়ে বটবৃক্ষ রোপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নতুন করে বটবৃক্ষ রোপন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। এসময় নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, বটবৃক্ষ রোপনের উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গড়কান্দা চৌরাস্তা মোড়ে এক সময় ঐতিহ্য নিয়ে সগর্বে দাড়িয়ে ছিল একটি সুবিশাল বটবৃক্ষ। তখন থেকেই এ মোড়ের নামকরণ হয় বটতলা। কিন্তু কালের গর্ভে বটবৃক্ষটি হারিয়ে গেলে নামে বটতলা থাকলেও কার্যত বটের কোন দেখা ছিল না। এমতাবস্থায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে শেখ হাসিনার জন্মদিনে এ উদ্যোগ নেওয়া হয়।