ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কর্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেনসহ যুবলীগ ও কৃষকলীগের ইউনিয়ন, ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
অপরদিকে ঝিনাইগাতীতে আওয়ামী লীগ অফিসে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্ব-স্ব দলীয় কর্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিন, সাধারণ সম্পাদক শাহ আলম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে কেক কাটা, বৃক্ষ রোপণ, দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।
– মোহাম্মদ দুদু মল্লিক