মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে সরকারী জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী জনৈক আবু তাহের বাজারের জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ শরু করেছেন। প্রশাসনের কোনপ্রকার অনুমতি ছাড়াই সরকারী জমি দখল করায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই জমিতে অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে সরকারী জমির উপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি ভারুয়া বাজারের সরকারী জায়গা। এতে সরকারী স্বার্থ জড়িত রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী আবু তাহের স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে ওই অবৈধ স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে আসছেন।
নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মিনাল কান্তি বলেন, আবু তাহেরকে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী আবু তাহের জানান, স্থাপনা নির্মাণের বিষয়ে প্রশাসনের কাছে কোন অনুমতি নেয়া হয়নি।