1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

শেরপুরে সন্তান বিক্রি করে দেয়ায় মায়ের আত্মহত্যার চেষ্টা : শিশু উদ্ধার, পিতা আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

শেরপুর : শেরপুরে পাষন্ড বাবা নিজ ঔরসজাত সন্তানকে অন্যত্র বিক্রি করে দেয়ার প্রতিবাদে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক মা। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সাপমারী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার সাপমারী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুলতান দুই স্ত্রী থাকার পর বিগত দুই বছর আগে গাজীপুরের মাওনা এলাকার আবব্দল আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। কিছুদিন পর সুমা গর্ভবতী হয় ও শেরপুর সদর হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করে।
এদিকে সিজার করতে ব্যয় করা ২২ হাজার টাকা স্বামী সুলতান স্ত্রী সুমা আক্তারের কাছে দাবী করে এবং টাকা না দিলে তার শিশুকে বিক্রি করে টাকা আদায় করবে বলে জানায়। একপর্যায়ে কানাশাখোলা এলাকার কাপতুল মন্ডলের ছেলে শফিকের কাছে নিজ সন্তানকে ৯১ হাজার টাকায় বিক্রি করে দেয় সুলতান। যদিও ক্রেতা শফিক দাবী করে, নিজের সন্তান না থাকায় সে শিশুটিকে দত্তক নিয়েছে।
এদিকে বুধবার শিশুটির মা সুমা আক্তার তার শিশুর খোঁজে শফিকের বাসায় গেলে ক্রেতা শফিক তাড়িয়ে দেয়। পরে স্থানীয় কানাশাখোলা বাজারে এসে ইউরিয়া সার খেয়ে সুমা আক্তার আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সুমা ও শিশুটিকে উদ্ধার করে। এছাড়াও শিশুর বাবা সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com