রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার দুপুরে তেতুলতলা পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ লিটন হোসেন (২৫)ও তরিকুল ইসলাম (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। লিটন হোসেন বেনাপোল বড়আচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং তরিকুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী ইজিবাইকে করে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে তেতুলতলা পাঁকা রাস্তা হয়ে যাচ্ছে- এমন সংবাদে ইনচার্জ এর নির্দেশনায় এএসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইজিবাইকসহ তাদের হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।