মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : বালু উত্তোলনকে কেন্দ্র করে আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগে স্বদেশি ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে গ্রেফতার করেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজিপুর গ্রামে হত্যাকান্ডের ঘটনার পর তাকে গ্রেফতার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ১২নং স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ তার নেতৃত্বাধীন বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে নিহত বৃদ্ধাসহ অন্যান্যের উপর হামলা চালায়। হামলায় বৃদ্ধ আব্দুল কাদিরসহ অন্যরা আহত হলে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদিরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ কাদিরকে মৃত ঘোষণা করেন।
এদিকে হামলার খবর পেয়ে সাদুর বাজার থেকে হালুয়াঘাট থানা পুলিশ ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ তিনজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ, তার সহযোগী বালিজুড়ি গ্রামের সোহেল মিয়া ও ফুলপুর উপজেলার সনচুর গ্রামের শাহজাহান মিয়া। পরে বৃহস্পতিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
হালুয়াঘাট থানা পুলিশ জানায়, চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের নামে পুলিশের উপর হামলা, মাদক ও হত্যা মামলাসহ ৭টি মামলা ও ৪টি জিডি রয়েছে।