শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরে জাহাঙ্গীর নামে এক পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পবিার দুপুরে সদরের চান্দেরনগর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর চান্দেরনগর মাইসপাড়া এলাকার নূর ইসলাম গুসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জাহাঙ্গীর সদরের চান্দেরনগর মাইসপাড়া এলাকা যায়। এসময় একটি বাড়ি থেকে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে এলকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ও তার সাথে থাকা একটি বাইসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মিটার চোর চক্রের সাথে জড়িত বলে স্বীকার করে।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, ঘটনাটি খুব খারাপ করেছে। এ ব্যাপারে জানানো হলে তিনি বলেন শেরপুর সদর থানার ওসি তদন্ত সাহেবকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।