শেরপুর : খাদ্য নিরাপত্তার দাবীতে প্রধানমন্ত্রীর কাছে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ৮ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। বৃহস্পতিবার (১ অক্টোববর) সকালে শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানের পক্ষে স্মারকলিপি প্রদান করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির আহবায়ক হুমায়ুন কবীর খোকন, সদস্য খন্দকার আজিজুল হক, রোমান, লিপি প্রমুখ। স্মারকলিপিতে জানানো হয়- ১. সরকারী ধান-চাল ক্রয়ে লক্ষ্যমাত্রায় যে ঘাটতি রয়ে যায় তা পূরণে চালকল মালিকদের চুক্তিমত চাল দিতে বাধ্য করা। অন্যথায় জামানত বাজেয়াপ্ত ও জরিমানাসহ দন্ডাদেশ প্রদান। ২. মজুতবিরোধী আইন প্রয়োগে মজুত করা খাদ্য উদ্ধার ও মজুতকারীকে দন্ডপ্রদান। ৩. চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট কঠোরভাবে দমন। ৪. কৃষকের ধানসহ কৃষিপণ্যের উৎসাহ মূল্য প্রদানের জন্য উৎপাদনের খরচ বিবেচনায় উপযুক্ত মূল্য ও ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধির পূর্বে নির্ধারণ করা। ৫. গোদাম সংকট ক্রয় ক্ষেত্রের অপ্রতুলতা ও হয়রানি বন্ধের জন্য প্রতি উপজেলায় প্যাডিসাইলো নির্মাণ ও সমবায় ভিত্তিতে তার পরিচালনা। ৬. উৎপাদক কৃষকদের সমবায় করে তাদের সাশ্রয়ী মূল্যে লোন দেয়া, যাতে ধান ওঠার সময় নিজেদের উদ্বৃত্ত নিজেরাই কিনে প্যাডিসাইলোসহ সুবিধাজনক স্থানে গুদামজাত করা ও অবস্থা বুঝে তা বিক্রি করে বাজার মূল্য স্থিতিশীল রাখতে পারে। ৭. বছরের ৫ মাস ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি চাল প্রদানের কর্মসূচী বছরব্যাপী চালু রাখা ও সারাদেশে রেশনিং ব্যাবস্থা চালু করা।