যশোর : যশোরের শার্শায় প্রাইভেটকার ভর্তি ২শ’ বোতল ফেন্সিডিলসহ চালক সোহাগ হোসেন (২৪) কে আটক করেছে পুলিশ। আটক সোহাগ হোসেন উপজেলার সদর ইউনিয়নের কাটশিকরা গ্রামের আব্দুল্লাহ আল আমিন এর ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার সময় তাকে আটক করা হয়।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাড়াতলা থেকে ফেন্সিডিল ভর্তি একটি প্রাইভেটকার নাভারনের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে অভিযান চালিয়ে গোড়পাড়া বাজারের হাসপাতালের পাশে তিন রাস্তার মোড় থেকে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ- ১২-৬৭৯৮) আটক করা হয়। প্রাইভেট তল্লাশী করে পিছনে ব্যাক ডালার মধ্যে গোপন জায়গায় লুকিয়ে রাখা ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চালকে।