1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

হালুয়াঘাট গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে কয়লা আমদানি শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট : বহু অপেক্ষার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে ভারতীয় পাথর কয়লা আমদানি শুরু হয়েছে।
গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় গোবরাকুড়া ও সাড়ে তিনটা নাগাদ কড়ইতলী স্থলবন্দর দিয়ে পাথর কয়লা বোঝাই ভারতীয় ট্রাক আসা শুরু হয়। এতে উচ্ছাস প্রকাশ করেছেন আমদানি ও রপ্তানি ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ও বন্দর শ্রমিকরা।
এ পর্যন্ত আমদানিকারকদের এলসি বাবদ প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা নানা জটিলতায় কয়লা আমদানি বন্ধ থাকায় হালুয়াঘাটের কয়লা ব্যবসায়ীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ ব্যাংক ঋণের চাপে হয়েছেন দিশেহারা। কয়লা আমদানিকারক আওলাদ হোসেন বলেন, দীর্ঘদিন যাবত আমরা এ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু ভারতীয় পরিবেশবাদীদের করা মামলায় এবং তাদের অভ্যন্তরীণ জটিলতায় এ ব্যবসা বন্ধ হয়ে যায়। আল্লাহর অশেষ কৃপায় আবার ব্যবসা শুরু হয়েছে। আমরা আমাদের সকল ক্ষতি পুষিয়ে আবারও পূর্ণ উদ্যোমে ব্যবসা শুরু করতে পারবো বলে আশা করছি।
স্থলবন্দর শ্রমিক কালা মিয়া জানান, দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম। কয়লা আমদানি এবং পোর্ট খুলে দেওয়ায় বাঁচার আশা পেলাম।
জানা যায়, ২০১৪ সালের পর থেকে কয়লা আমদানি নিয়ে টানাপোড়ান চলছিল। ভারতীয় পরিবেশবাদী সংগঠনের দায়ের করা মামলার জটিলতা কাটিয়ে এবার মোটামুটি বাণিজ্যিক সুযোগ-সুবিধা পাবেন গোবরাকুড়ার ব্যবসায়ীরা। সেই সাথে বাড়বে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ। সরকার পাবে বাড়তি রাজস্ব। এমনটাই আশা করেন হালুয়াঘাট স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক মাসুদ করিম শান্ত।
কড়ইতলী কোল এন্ড কোক এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম. সুরুজ মিয়া জানান, হালুয়াঘাটে দীর্ঘদিন বন্ধ থাকা বহুল প্রতিক্ষিত ভারতীয় পাথর কয়লা ব্যবসা আবারো শুরু হয়েছে। এ কয়লা আমদানীর মধ্যদিয়ে অর্থনীতির দ্বার আবারও উন্মোচিত হবে।
ভারতীয় কয়লা আমদানীকালে ভারতীয় রপ্তানিকারকদের মাঝে উপস্থিত ছিলেন জর্জ মারাক, বরুণ মারাক, কার্তুষ মারাক, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় কাস্টমস এর প্রতিনিধিরা। বাংলাদেশের আমদানিকারকদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক কুমার অপু, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মুর্শিদ আনোয়ার খোকন, হালুয়াঘাট ধান ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি হুমায়ুন কবির মানিক, হালুয়াঘাট-আমদানি রপ্তানি কারক গ্রুপের সহসভাপতি স্টিফেন স্টেনসন রংদী, গোবরাকুড়া কয়লা আমদানিকারক সমিতির সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হযরত আলী, হালুয়াঘাট স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com