ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর): সাবরিনা মনি প্রথা নামে এগারো বছর বয়সী ৫ম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের হাদিউল ইসলামের কন্যা।
জানা গেছে, ভারেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সাবরিনা মনি প্রথা মঙ্গলবার সকালে বাড়ির বাইরে খেলতে যেতে চায়। এসময় তার বড় বোন সানজিদা ইয়াসমিন পিংকি ও বাবা হাদিউল প্রথাকে বাড়ির বাইরে খেলতে যেতে নিষেধ করেন এবং পড়াশোনা করতে বলেন। এতে অভিমান করে সবার অগোচারে নিজেদের বসতঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করে প্রথা। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।