1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

একযুগ পর কুয়াকাটা সৈকত থেকে সরানো হলো কংক্রিটের ভাঙ্গা অংশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : ১২ বছর পর কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাংঙ্গা কংক্রিটের অংশ-বিশেষ সরিয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ও পৌরসভার নবনির্বাচিত মেয়রের যৌথ উদ্যোগে কংক্রিটগুলো সরিয়ে ফেলা হয়। দিনব্যাপী চলে এ অপসারণের কার্যক্রম। ট্যুর অপারেটরস এসাসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ক্যামেরাম্যান ও সৈকতের ক্ষুদ্র ব্যবসায়িরা এ কাজে সহযোগিতা করেন। কংক্রিট অপসারণের এ কাজ করে চায়না কোম্পানী সিকো।
সৈকতের সম্মুখভাগের প্রায় একশো মিটার এলাকাজুড়ে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা ভাঙ্গা কংক্রিটের অংশগুলো সরিয়ে ফেলার কারণে ঝুকিঁমুক্ত হয়েছে সৈকত এলাকা। এখন আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা কংক্রিটের ভাংঙ্গা অংশের কারনে পর্যটকদের দুর্ঘটনার কোন আশঙ্কা নেই। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবছর আগে এলজিইডির একটি গেস্ট হাউজ কাম বায়োগ্যাস প্লান্ট ভবন বালু ক্ষয়ের কবলে পরে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। ভবনটির উপরি ভাগের অংশ-বিশেষ সরিয়ে ফেললেও মাটির নিচে কংক্রিটের ভাংঙ্গা অংশগুলো থেকে যায়। জোয়ারের পানিতে বালুমাটি সরে গিয়ে কংক্রিটের ভাংঙ্গা টুকরোগুলো সৈকতে জেগে ওঠে। এর ফলে বিপদে পড়তে হয়েছে পর্যটকদের। সমুদ্রে গোসল করতে নেমে আহত হয়েছে অনেক পর্যটক। সৈকত থেকে কংক্রিটের ভাংঙ্গা অংশগুলো সরিয়ে নিতে গণমাধ্যমে একাধিকবার লেখালেখির পরও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সোহরাব হোসাইন পর্যটক বান্ধব সৈকত গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সৈকতে পড়ে থাকা কংক্রিটগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com