1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

নীলফামারীতে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা টিকা

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

এ জি মুন্না, নীলফামারী : প্রথম পর্যায়ে করোনা প্রতিষেধক হিসেবে ভ্যাকসিনের ৬০হাজার টিকা নীলফামারীতে এসেছে। রোববার দুপুর আড়াইটার দিকে (৩১ জানুয়ারী) ভ্যাকসিনের পাঁচটি কার্টুন গ্রহণ করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। ইপিআই স্টোরে এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হয়। একটি ফ্রিজার গাড়িতে দিনাজপুর থেকে এসব ডোজ নিয়ে আসা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম জায়িদ মুজাক্কিন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেবুল হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কাজী ফরহাদ।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, আগামী ৭ ফেব্রুয়ারী টিকা প্রয়োগ শুরু করা হবে। নীলফামারী জেনারেল হাসপাতালের চারটি বুথে এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর দুটি করে বুথে টিকা দেয়া হবে নিবন্ধনকারীদের। প্রথম পর্যায়ে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীরা এই টিকার আওতায় আসবে।

তিনি আরও জানান, প্রথম টিকা নেয়ার পর আট সপ্তাহ পর দ্বিতীয় টিকা দেয়া হবে ওইসব ব্যক্তিদের। টিকা প্রদানে দুই স্বাস্থ্য কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ জন্য তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রসঙ্গত প্রতি কার্টুনে ১২০০ ভায়াল রয়েছে। এক ভায়ালে দশজন ব্যক্তির শরীরে প্রয়োগ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com