মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি ট্রলি চাপায় আব্দুল মোমিন নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে সদর ইউনিয়নের দড়িকালীনগর এলাকায়এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বেলা এগারোটার দিকে দড়িকালিনগর মোড়ে শিশু মোমিন রাস্তা পারাপার হচ্ছিল। একই সময় বালুভর্তি একটি ট্রলি ওই স্থান দিয়ে যাচ্ছিল। এসময় একই গ্রামের সৈয়দ জামালের ছেলে মোমিন খেলাচ্ছলে ট্রলিতে উঠার জন্য লাফ দেয়। এতে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয় মোমিন। পরে তাকে আশপাশের লোকজন উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।