1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

শ্রীবরদী প্রাথমিক বিদ্যালয়ে জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী এপি ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে তাতিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ করা হয়।
জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ অনুষ্ঠানে শ্রীবরদী এপি ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিন, তাতিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাহেরা বেগম, ২৫নং পোড়াগড় স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুম আরা বেগম রাব্বী, টেঙ্গরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, গরবীকুড়া সরকারী প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নইমুদ্দিন, কর্ণঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।
শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পৌরসভা সহ ৪টি ্ইউনিয়নের ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি বিদ্যালয়ে ১ হাজার মি. স্যাভলন ৫টি, নির্বীজন স্পে সেপনিল ৩০০মি. ১০টি, ঝাড়– ৫টি, ঢাকনাযুক্ত বালটি ৫টি, মগ ৫টি, প্যাডল বিন ৫টি, সার্জিক্যাল মাস্ক ৫শ, হ্যান্ডস্যানিটাইজার ১০০ মি. ১০টি, হ্যান্ড গাভস ৫শ, টয়লেট ব্লাশ ৫টি, হারপিক ৫শ মি: ৫টি, লাইফবয় লিকুয়েট ২০০ মি: ১২টি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!