বাংলার কাগজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পোশাক কারখানায় ও শিল্প প্রতিষ্ঠানে ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়া যাবে না। সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে। এক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটির তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার সরকারি ছুটি রয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলায় সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।’
স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিংমল খোলা থাকবে। তবে লোকজন মাস্ক না পরলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।