নকলা (শেরপুর) : সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “আমরা কাজ খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতন থাকব” এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
তিনি বলেন, আমাদের নেত্রী যদি ৯৬ সালে আইসিটি’র ব্যবস্থা না করতেন তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা হতো? প্রশাসনের কি অবস্থা হতো? ব্যবসা-বাণিজ্যের কি অবস্থা হতো? বাচ্চাদের জুম ক্লাশগুলো কিভাবে হতো? আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা কিছুটা হলেও জানালা খুইলা বাতাশ নিতে পারতেছি।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদরাসা মাঠে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এরপর তিনি নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
এসময় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৮শ হতদরিদ্রের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন।