1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ শরণখোলার ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

বান্দরবানে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের লামা রুপসী পাড়া ইউনিয়নের চেয়াম্যান সাচিং প্রু মার্মার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে রুবি আক্তার (৩৫) নামে এক মহিলা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে অফিসার্স ইনচার্জ সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলায় রুপসী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও তার সহযোগী হিসেবে মান্নান মেম্বারকে আসামী করা হয়।
ধর্ষিতার পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২০ ধর্ষক সাচিংপ্রু’ সহযোগী মান্নান মেম্বারের মাধ্যমে রুবি আক্তারকে কুপ্রস্তাব দেন। রুবি আক্তার তার কুপ্রস্তাবে রাজি না হয়ে মান্নান মেম্বারকে গালমন্দ করেন। পরবর্তীতে একটি মামলায় রুবি আক্তারের স্বামী বেলাল হোসেন জেলে গেলে স্বামীকে জামিন করানোর জন্য চেয়ারম্যানের শরণাপন্ন হন। গেল বছরের ১৫ অক্টোবর চেয়ারম্যান সাচিংপ্রু রুবি আক্তারকে তার স্বামীর জামিনের বিষয়ে কথা বলার জন্য মান্নান মেম্বারের মাধ্যমে রুবি আক্তারকে ডেকে পাঠান। রুবি সরল মনে চেয়ারম্যানের নিজ বাস ভবনের দ্বিতীয় তলায় যান। এসময় চেয়ারম্যান সাচিংপ্রু রুবি আক্তারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং মান্নান মেম্বারের মাধ্যমে কৌশলে তা ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চেয়ারম্যান সাচিংপ্রু রুবি আক্তারকে পরবর্তীতে আরো একাধিকবার ধর্ষণ করেন। লোক লজ্জার ভয়ে এতদিন রুবি আক্তার বিষয়টি কাউকে বলেননি। কিন্তু বারবার চেয়ারম্যানের এ শারিরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষয়টি তার স্বামীকে বলে দেন। অভিযোগ করার জন্য রুবি আক্তারের স্বামী লামা থানায় গেলে ধর্ষক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ নেয়নি। পরে ৬ মে ২০২১ ধর্ষিতা রুবি আক্তার বাদী হয়ে সাচিংপ্রু মার্মা ও তার সহযোগী মান্নান মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে একাধিকবার চেয়ারম্যান সাচিংপ্রুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে মোবাইলে সংযোগ না দেওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com