যশোর : যশোরের শার্শার বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী পুটখালী-রাজগঞ্জ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে পুটখালী-রাজগঞ্জ সীমান্তের মাঠের মধ্যে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।