যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্র জানা যায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত্যু রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার সহ কয়েকজন বোমা তৈরী করছিল। এ সময় অসাবধান বসত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দিচ্ছিলেন অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু আহত কাউকে পাওয়া যায়নি।
তবে অনুসন্ধান করে জানা গেছে বোমা বিস্ফোরিত হয়ে একজন বোমায় গুরুতর জখম হয়েছে। পুলিশ তাকে খুজে বের করার চেষ্টা করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি।
সকালে শোনা গেছে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।