নালিতাবাড়ী (শেরপুর) : বিপরীতগামী বেপরোয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে রিকশা আরোহী দুই যুবক। বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবক মাহিম ও আলম।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে শহরের আড়াইআনী বাজার জেলখানা মহল্লার জুয়েল এর ছেলে মাহিম (২২) এবং গোজাকুড়া গ্রামের শাহেদ এর ছেলে আলম (২৩) নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে রিকশাযোগে আসছিল। পথিমধ্যে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর পৌর মডেল উচ্চ বিদ্যালয় এলাকার বাইপাস মহাসড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে রিকশার আরোহী মাহিম ও আলম ঘটনাস্থলেই নিহত হয়। তাদের অঙ্গপতঙ্গ বিভৎসভাবে ক্ষতবিক্ষত হয়। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে মাথার মগজ। আহত হয় বৃদ্ধ রিকশাচালক। দুর্ঘটনার পরপরই শতশত মানুষ ভির করে। ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ। ঈদের আগের রাতে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।