ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে দশ মাদক মামলার আসামি কায়েস এবং তার সহযোগী রায়হান ইসলামকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশটি মাদক মামলার আসামী ঝিনাইগাতি থানা রোডের বাসিন্দা কায়েস ও তার সহযোগী শেরপুর সদর উপজেলার শীতলপুর গ্রামের রায়হানকে (২২) ৯৫ পিস ইয়াবাসহ ঝিনাইগাতি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়।
এছাড়াও উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া থেকে আরও দুই গরু চোরকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।