নালিতাবাড়ী (শেরপুর) : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রে কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবুল মাজেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।