নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার (১৩জুন) ভোররাতে উপজেলার বারমারী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে বারমারী বাজারের আব্দুস সাত্তারের মুকুল ফার্মেসীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশে থাকা বিসমিল্লাহ স্টোর নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ব্যবসা প্রতিষ্ঠান দুটি পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, মুকুল ফার্মেসীতে হালখাতা চলছিল। হালখাতার নগদ প্রায় আড়াই লাখ টাকা, ৪-৫ লাখ টাকার ওষুধপত্র, টিভি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র মিলে অন্তত ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পাশে থাকা অপর ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।