আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবকারী দু‘জন মায়ের হাতে শিশুর বেড ও মশারী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে নবজাতকদের উপহার সামগ্রী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান।