শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুলিশি অভিযানে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ জুন) রাতে পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরীর নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই তাহেরুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খোশালপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- খোশালপুর এলাকার আবু সাঈদ (৩৫), কোরবান (২৮), শাহীন (৩৫), মুছা আলী (৪২), মিস্টার আলী (৪৫), আজম আলী (৪৫), হাবিবুর রহমান(৪৮), আরাফাত (৩৮), নুর মোহাম্মদ (৫৮)।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।