শেরপুর: শেরপুর জেলায় জুন মাসে করোনা সনাক্তের হার বেড়ে যাওয়ায় ১১জুন শুক্রবার সকাল থেকে ২৪জুন রাত ১২ পর্যন্ত ১৪দিন শেরপুর পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ জারি করেছে প্রশাসন।
তৃতীয় দিনের মতো কঠোর বিধি নিষেধ চললেও স্বাভাবিক রয়েছে সবকিছু। চলছে সকল প্রকার যানবাহন। ছোট ছোট যানবাহনে দুইজন যাত্রী বসার কথা থাকলেও নিয়মনীতি না মেনেই গাদাগাদি করে চলছে, নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। তেমন চোখে পড়েনি প্রশাসনের তৎপড়তা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ১৪দিন প্রশাসন থাকবে কঠোর।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত শেরপুর জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮৬৮জন, সুস্থ হয়েছেন ৭৩৫জন, এখন পর্যন্ত মারা গেছেন ১৮জন। জুন মাসের ১তারিখ থেকে ১২তারিখ পর্যন্ত প্রায় ১শ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে মারা গেছেন তিনজন।