আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২০-২০২১ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১০ জন নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাই সাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়াসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকগণ উপস্থিত ছিলেন।