রফিকুল ইসলাম, যশোর : শার্শা সদর ইউনিয়নের কুলপালা-গাতিপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ (শার্শা-১) আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহকারী কমিশন (ভুমি) রাসনা শারমীন মিথী, শার্শা থানা ওসি বদরুল আলম খাঁন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শার্শা সদর ইউনিয়নের কূলপালা-গাতিপাড়া গ্রামে এই আবাসনে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন শেখ আফিল উদ্দিন এমপি।