ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে একটি জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয়ে কাজ করে চলছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। উপজেলা ভূমি কার্যালয়ে সেবাগ্রহীতারা যেন হয়রানির স্বীকার না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি।
এবার বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে স্থাপন করা হয়েছে আলাদা সেবা ডেস্ক। মঙ্গলবার ( ১৫ জুন) দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের গোল ঘরে এ সেবা ডেস্কের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আনিসুর রহমান, খারিজ সহকারী মো. রঞ্জু মিয়া প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় আলাদা সেবা ডেস্ক স্থাপন করা হলো।