ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, নিউট্রিশন স্পেশালিস্ট এন্টনী বারিকদার, বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী লিনা জাম্বিল, এগ্রিকালচার স্পেশালিস্ট জহুরুল ইসলাম, উপজেলা হেলথ ইন্সপেক্টর আসাদুজ্জামান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, বিংস প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা, হেলথ প্রজেক্ট অফিসার নাজমুল হোদাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গর্ভবতী মা, দুগ্ধদানকারি মা, ৫ বছরের নিচে শিশু, কিশোরী আছে এমন ক্যাটাগরির হতদরিদ্র দলের ৮০০টি সদস্যের মাঝে ২টি করে মোট ১ হাজার ৬০০টি ব্যংগল জাতের ছাগল দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সোমবার রাংটিয়া স্কুল মাঠে ৭৫ জন সুবিধাভোগী মা-দের হাতে ছাগল তোলে দিয়ে এর উদ্বোধন করা হয়।