নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পারিবারিক বিরোধের জেরে টিকটকের অভিনেতাসহ কিশোর গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪জুন) উপজেলার ধুকুরিয়া এলাকা থেকে ওই কিশোরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা এলাকার সমর আলীর পুত্র নাইম হাছান (১৮), তৌফিকুল ইসলামের পুত্র মিল্টন হাসান (১৮), কাচারিপাড়ার অতুল সূত্রধরের পুত্র তপু সূত্রধর (১৯), দক্ষিণ বাজারের জয়নাল আবেদিনের পুত্র জিহান মিয়া (১৮) ও মুখলেছুর রহমানের পুত্র সালমান মিয়া (১৯)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নকলা উপজেলার ধুকুরিয়া এলাকার লাল মিয়া ও হৃদয় নামের প্রতিবেশি দুই পরিবারের মধ্যে র্দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত জেরের কলহ চলে আসছিল। সোমবার সকালে লাল মিয়া ও হৃদয়ের দ্বন্দ্ব শুরু হলে হৃদয়ের পূর্ব পরিচিত নালিতাবাড়ী উপজেলার গ্রেফতারকৃত ওই ৫ জনকে সংবাদ দিলে তারা ধুকুরিয়া গ্রামে এসে মারপিট শুরু করে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ওই ৫জনকে গ্রেফতার করে মঙ্গলবারে আদালতে প্রেরণ করেন। জানা যায়, তারা টিকটকের ভিডিওতে অভিনয় করে ও কিশোর গ্যাংয়ের সদস্য।