স্টাফ রির্পোটার: শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও জুয়াড়ীসহ ৬জনকে গ্রেফতার করেন। বুধবার (১৬জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার চরবশন্তী এলাকার মৃত. গোলাম মাহমুদের ছেলে মাদক কারবারী আ: মান্নান (৪০), ইশিবপুর এলাকার মৃত. আ: কদ্দুসের পুত্র মো. কাদির (২৫), গজারিয়া এলাকার জহিরুল ইসলামের পুত্র জুয়ারী লিখন মিয়া (১৮), চিথলিয়া এলাকার আবুল কাসেমের পুত্র ফারুক (১৯), আদুমপুরের মৃত. বসির উদ্দিনের পুত্র মো. আকাব্বর (৫০), খারজান এলাকার মৃত. কফিল উদ্দিনের পুত্র মো. রুকন মিয়া (৩০)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, থানা পুলিশ বুধবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।