শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পৌর শহরের কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর কলাকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপুল (১৪)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বিপুল বাড়ির পাশে পুকুরে মাছ ধরার সময় সাতার না জানায় হঠাৎ পুুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ি ও আশপাশের লোকজন বিপুলকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষন করেন। কর্তব্যরত ডাক্তার ডা: জুলফিকার সাইফ মুঠোফোনে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসাবে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে আনয়নকারীদের কথামত তারা পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।