1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ শরণখোলার ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

কলাপাড়ায় মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পানি নি¯কাশনের স্লুইজ গেটের কপাট ভেঙ্গে কৃষি জমিতে লবন পানি উত্তোলনের প্রতিবাদ করায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানী ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কলাপাড়া রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের গ্রাম পুলিশ বশার গাজী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ মো: মোস্তফা গাজী, মতলেব সরদার, সোহরাব হোসেন, খলিল হাওলাদর, জিয়াউদ্দিন প্রমুখ।
লিখিত বক্তব্য বশার গাজী বলেন, পিতা- মোস্তফা গাজী, ৩নং লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছি। ৪৭/৫ নং পোল্ডারে মঞ্জুপাড়া ও চান্দুপাড়া গ্রামের গাজী বাড়ির নিকট স্লুইজ গেটটির বাইরের পাশের কপাট ভেঙ্গে লবন পানি উঠে এলাকা তলিয়ে দিয়ে স্বপন গাজীসহ তার সঙ্গীরা ২৭ মে বিকেলে বেন্তিজাল পেতে মাছ ধরে। বেন্তি জাল পাতার কারনে স্লুইজ গেটের সামনের কপাটটি সামান্য জাগানোর ফলে পানি ঠিকভাবে নামতে পারছিল না। যার কারনে এলাকায় শতাধিক পরিবার ও কৃষি ফসলী ভূমি পানিবন্দি হয়ে পরে। এলাকার কৃষক ও সাধারণ জনগণসহ গ্রাম পুলিশ বশার গাজী কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে মোবাইল ফোনে অবগতি করি। বিষয়টি স্বপন গাজী জানিতে পারিয়া আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বশার গাজী হুমকি দেয়। তাদের কাজে বাধা দিলে মিথ্যা মামলা-মোকদ্দমাসহ প্রাণ নাশের হুমকী দেয়। ৩০ মে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়। যার ডায়েরী নম্বর-১৩৮১।
এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করে। অভিযোগ দুই’টি তদন্তধীন রয়েছে। এরপর ১জুন কলাপাড়া সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে। ঘটনার দিন বশার গাজী অফিসের কাজে এবং তার পিতা আমার বাবা মসজিদে ইত্বেকাফে ছিল বলে দাবি করেন।
এ ব্যাপারে স্বপন গাজী তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com