রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুর থানা যুবলীগের উদ্দ্যেগে “গাছ লাগাই, জীবন বাঁচাই” এ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপণ করা হয়। এ সময় প্রায় শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।
এসময় অন্যানের মধ্যে মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এএম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম, কুয়াকাটা পৌর যুলীগের আহবায়ক মো: ইসাহাক শেখ, মহিপুর সদর ইউনিয়ান যুলীগেরে আহবায়ক মো.ফেরদৌস হাওলাদার, যুগ্মআহবায়ক শাহরিয়ার সুমন, মনির হাওলাদার, ছিদ্দিক মোল্লাসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।