1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ শরণখোলার ৪’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন

ইউপি নির্বাচন : পুরনোতেই ভরসা নালিতাবাড়ী ইউনিয়নে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৭ নং নালিতাবাড়ী ইউনিয়নের নির্বাচনী হালচাল।
১৮টি গ্রাম নিয়ে ২২ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে প্রায় ১২ হাজার ভোটার রয়েছে। প্রথমে নালিতাবাড়ী-কাকরকান্দি মিলে একটি ইউনিয়ন থাকলেও আশির দশকে তা বিভাজন হয়ে আলাদা হয়ে যায়। পরবর্তীতে নব্বইয়ের দশকে পৌরসভা গঠিত হলে নালিতাবাড়ী ইউনিয়নটির আয়তন কিছুটা কমে আসে। শুরু থেকেই এ ইউনিয়নে প্রভাবশালী ব্যক্তিগণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আসছেন। তবে বর্তমানে প্রভাবশালীদের প্রভাব খুব একটা না থাকলেও রয়েছে নতুন নতুন মুখ। অবশ্য নতুন মুখেদের তুলনায় পুরনো মুখ বেছে নিতেই বেশি আগ্রহী ভোটারেরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়ন থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা রেজাউল করিম ও আব্দুল হান্নান তুলা।
এরমধ্যে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান গেল উপজেলা পরিষদ নির্বাচনে পারিবারিক কারণে আপন চাচাতো ভাই মোকছেদুর রহমান লেবুর সমর্থন করায় তাকে ঘিরে দলে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ে। তবে ইউনিয়নে ব্যক্তিগত ও পারিবারিক গ্রহণযোগ্যতা এবং বিকল্প সমপর্যায়ের কোন প্রার্থী না থাকায় এখনও তিনি এগিয়ে। দলীয় সমর্থন পেলে পুনরায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত হবেন বলে মতামত জানিয়েছেন ভোটারেরা।
অন্যদিকে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় ধুম্রজাল তৈরি হয়েছে। তবে দলীয় সীমানার বাইরে গিয়ে প্রার্থী হলে সরকার দলীয় সমর্থিত প্রার্থীর সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা সাবেক চেয়ারম্যান আশরাফ আলীই করবেন। গেল নির্বাচনে একাধিক বিদ্রোহী থাকায় ওই সময় তার ভোটের পাল্লা নড়বড়ে হলেও নানা কারণে এবার তার অবস্থান হিসেবে আনার মতো।
এছাড়াও সর্বদা দলের অনুগত হওয়ায় সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান বুলবুলকে দলের কেউ কেউ দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। সাবেক চেয়ারম্যান ফজলুল হকের ব্যক্তি ইমেজ ভালো হলেও বার্ধক্য, কর্মী সংকট ও প্রয়োজনীয় অন্যান্য সামর্থের দিক থেকে তিনি অনেকটাই দূর্বল। আওয়ামী লীগ সমর্থনকারী শ্রমিক নেতা রেজাউল করিম তরুণদের নিয়ে বেশ আলোচনা জাগালেও দলের তার কোন অবস্থান না থাকায় শেষ পর্যন্ত তার প্রার্থীতা নিয়ে সন্দেহ রয়েছে।
এছাড়াও ছাত্রনেতা মিজানুর রহমান গেল নির্বাচনে বিদ্রোহী হিসেবে অংশ নিয়ে বেশ আলোচনায় এলেও বর্তমানে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে দলের সমর্থন চেয়ে নুরুল ইসলাম কিছু পোস্টার ও প্যানা সাইনবোর্ড সাঁটালেও মাঠপর্যায়ে জোড়ালো আলোচনা খুব একটা স্পষ্ট নয়।
সবমিলিয়ে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ আলী শেষ পর্যন্ত প্রার্থী হলে মূলত বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে দ্বিমূখী লড়াই হবে বলে মনে করেন ভোটারেরা। তাদের ভরসাও পুরনোতেই বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com