শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলার বালিঝুড়ি পাহাড়ে এ ঘটনার পর শুক্রবার অভিযুক্ত একজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ জুন বুধবার বিকেলে বালিঝুড়ি পাহাড়ি এলাকার জনৈক কৃষকের চৌদ্দ বছর বয়সী কিশোরী কন্যা ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির অদূরে পাহাড়ে থাকা করলা ক্ষেতে বেড়াতে যায়। এসময় একই এলাকার সুন্দর আলীসহ সঙ্গীয় তিনজন মিলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ি এসে বিষয়টি জানালে বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষণে সম্পৃক্ত চারজনকে অভিযুক্ত করে শ্রীবরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শুক্রবার থানা পুলিশ সুন্দর আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করে। অপর তিন অভিযুক্ত পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত চার জনের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।