নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আজাদ মিয়াকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে ‘ধর্ষণের অভিযোগে মামলা’ সংক্রান্ত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) রাতে উল্লেখিত সংবাদ ও অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে বারমারী বাজারস্থ চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান আজাদ মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, টানা দুই মেয়াদে আমি অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার নিষ্ঠা ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে প্রায় দুই বছর আগে উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্বও দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সঙ্গতকারণেই আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে সম্মান নষ্ট করে সামনের নির্বাচনে পরাজিত করার কুট-কৌশল হিসেবে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আমার প্রতিপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন অপকৌশল প্রয়োগ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ ১৮ জুন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নারীগঠিত একটি সম্মানহানিকর সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ঘটনা সাজানো হয়েছে এবং সময়মতো প্রচারের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগে যে নারীর সাথে আমার সম্পৃক্ততা দেখানো হয়েছে, মূলত ওই নারী আসন্ন নির্বাচনে আমার প্রতিপক্ষ মাওলানা জামাল উদ্দিনের বাসায় বিভিন্ন সময় ঝিয়ের কাজ করে থাকেন। যার ফলে অত্যন্ত চতূরতার সাথে ওই নারীকে ফুসলিয়ে হাত করে একটি কথিত অভিযোগ লিখিয়ে নাটকীয় ভাবে দায়ের করানো হয়। কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্রের বিষয় টের পেয়ে ওই নারীই আমাদের সাথে পারিবারিকভাবে বসে সমাধান করে তার ভুল বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। প্রকৃতপক্ষে, ওই নারীর সাথে আমার কোনপ্রকার অনৈতিক সম্পৃক্ততা নেই।
কাজেই নির্বাচনকে সামনে রেখে একজন সহজ-সরল নারীকে ফুসলিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের কাছে পৌছানো ষড়যন্ত্র বৈ কিছুই নয়। ওই ষড়যন্ত্রে শুধু আমার নয় বরং সরলতার সুযোগ নিয়ে ওই নারীরও সম্মানহানী করা হয়েছে বলে মনে করি। এমতাবস্থায় এমন ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তোলে সম্মানহানির অপচেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের এসব ষড়যন্ত্র অনুসন্ধান করে প্রকৃত সত্য উদঘাটনে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনকালে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।