শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির শ্রীবরদী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০টায় পৌরশহরের অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির শ্রীবরদী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য কোহিনুর আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীবরদী পৌরসভার পৌর মেয়র মোহাম্মদ আলী লাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. ইনসুর আলী, বাংলাদেশ আওয়ামলীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শ্রীবরদী শাখার উপদেষ্টা আশরাফ হোসেন খোকা, শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস.আই তাহেরুল ইসলাম, যুবলীগের সাবেক আহবায়ক ও বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির শ্রীবরদী উপজেলা শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম জুয়েল, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, কাউন্সিলর শাহজাহান কবির প্রমুখ।
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির শ্রীবরদী উপজেলা শাখার মো: ডালিম মিয়াকে সভাপতি ও মো: সাদেক হোসেন জামালকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্টি একটি পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। পরিচিতি সভার শুরুতের জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের রোগ মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।